কাজল, ক্যাটরিনা, সানি লিওন- দেখুন বলিউডের হোলি সেলিব্রেশন
ফারহান আখতার বান্ধবী শিবানী দান্ডেকর ও সৎ মা শাবানা আজমির সঙ্গে।
কাজলের ছেলে যুগ অবশ্য অল্পস্বল্প আবির মাখায় বিশ্বাসী নয়। মাথা থেকে পা পর্যন্ত রঙে ভিজেছে সে। ছবিটি পোস্ট করেছেন তার বাবা অজয় দেবগণ।
মা তনুজা ও বোন তানিশার সঙ্গে কাজলের হোলি।
সপরিবারে সানি লিওন। দুই যমজ ছেলে অ্যাশার, নোয়া, মেয়ে নিশা কাউর ওয়েবার ও স্বামী ড্যানিয়েলের সঙ্গে।
ইনায়ার বাবা কুণাল খেমু সকলকে হোলির শুভেচ্ছা জানাচ্ছিলাম। আচমকা ক্যামেরায় মেয়ের অনুপ্রবেশ। কুণাল তার তরফ থেকেও সকলকে জানিয়ে দিলেন শুভেচ্ছা।
তার ছোট্ট বোন ইনায়াও রঙ খেলেছে জমিয়ে।
রঙ খেলে বেজায় খুশি তৈমুর। পিচকিরি হাতে সক্কলের গায়ে রঙ দিয়ে দিল সে।
বাবা মায়ের সঙ্গে বরুণের হোলি সেলিব্রেশন।
বরুণ ধবন গার্লফ্রেন্ড নাতাশা দালালের সঙ্গে। শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করবেন তাঁরা।
এষা আবার অন্তঃসত্ত্বা। জানুয়ারিতে ঘোষণা করেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি।
স্বামী ভরত তাখতানি ও মেয়ে রাধ্যার সঙ্গে এষা দেওল।
ক্যামেরার সামনে নাচও করেন তিনি।
জমিয়ে হোলি উদযাপন করল বলিউড। দেখুন রঙ মেখে আনন্দে ভরপুর ক্যাটরিনা কাইফকে।