হোলিকা দহনে মুম্বইয়ে পুড়ল মাসুদ আজহার, হাফিজ সইদের কুশপুতুল, পাবজি গেমও বাদ গেল না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2019 11:03 AM (IST)
1
এছাড়া পোড়ানো হয় হাফিজ সইদের কুশপুতুল।
2
আয়োজকদের বক্তব্য, এর মাধ্যমে তাঁরা সন্ত্রাসবাদের কুফল ও বিপজ্জনক গেমের বিরুদ্ধে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।
3
এছাড়া পাবজি গেমও বাদ পড়েনি।
4
হোলিকার সঙ্গে পোড়ানো হল জৈশে মহম্মদ পান্ডা মাসুদ আজহারের কুশপুতুল।
5
মুম্বইয়ের ওয়ারলিতে অবশ্য হোলিকা দহন হল অন্যরকমভাবে।
6
অশুভের ওপর শুভর জয়ের প্রতীক এই হোলিকা দহন। এই অনুষ্ঠানে হোলিকার পুজো হয়, তারপর পোড়ানো হয় কুশপুতুল।
7
আজ আমাদের দোল। হিন্দি বলয়ে যার নাম হোলি। তার আগে হয়ে গেল হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার অনুষ্ঠান।