বিজয় দিবসে শহিদ-স্মরণ
ফোর্ট উইলিয়ামে মহা ধুমধামের সঙ্গে পালিত হল বিজয় দিবস। উপস্থিত ছিলেন দু দেশের প্রাক্তন সেনাকর্মীরা। শ্রদ্ধা জানানো হয় শহিদদের উদ্দেশ্যে।
শ্রদ্ধাজ্ঞাপনের সময় আকাশে ফ্লাই-বাই করে বায়ুসেনার চারটি হেলিকপ্টার।
শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী। শ্রদ্ধা জানান বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধারা
শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী। শ্রদ্ধা জানান বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধারা
কয়েক মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আসে কাঙ্খিত এই দিন। আত্মসমর্পণ করে পাকিস্তান। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের।
উপস্থিত ছিলেন বহু অতিথি। মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
১৯৭১ এর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল ভারতীয় সেনা।
সেই ঐতিহাসিক দিনের স্মরণেই কলকাতার ফোর্ট উইলিয়ামে পালিত হল বিজয় দিবস।
এই অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে ভারতীয় শহিদ পরমবীর চক্র বিজেতা লান্স নায়েক আলবার্ট এক্কার স্ত্রী বলমদীনা এক্কা।
এদিন বিজয় স্মারকে মাল্যদান করেন বাংলাদেশের কর্মরত স্থল, নৌ এবং বায়ু সেনা আধিকারিকরা।
শ্রদ্ধা জানান জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বকশি, এফওসি-ইন-সি ভাইস অ্যাডমিরাল হরিশ বিশ্ট এবং এফওসি-ইন-সি এয়ার মার্শাল সি হরি কুমার।