দেখুন, কোন বলিউড সুপারস্টারের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল হানিপ্রীতের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2017 11:13 AM (IST)
1
রাম রহিমের আত্মীয় ভূপিন্দর সিংহ গৌড়া হানিপ্রীতের বলিউড কানেকশনের বিষয়ে এই তথ্য প্রকাশ করেছেন
2
হানিপ্রীতের সঙ্গে বন্ধুত্বের সুবাদে শিল্পা শেট্টি কয়েকবার রাম রহিমের ডেরায় গিয়েছিলেন বলে দাবি ভূপিন্দরের
3
ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীতের বলিউড নায়িকা হওয়ার ইচ্ছা ছিল
4
ভূপিন্দরের দাবি, বলিউডের বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে হানিপ্রীতের যোগাযোগ ছিল। তাঁর উৎসাহেই অভিনয় শুরু করেন রাম রহিম
5
রাম রহিমের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হানিপ্রীত
6
ভূপিন্দরের দাবি অনুযায়ী, অক্ষয়ের সঙ্গে কয়েকবার দেখা করে ছবির বিষয়ে আলোচনাও করেন হানিপ্রীত
7
অক্ষয় কুমারের নায়িকা হওয়ার ইচ্ছা ছিল হানিপ্রীতের