শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, রোদে বেরোলেই ট্যান, সেই থেকে মুক্তির উপায় জানুন
টম্যাটোর কাথ-এর সঙ্গে পাতিলেবুর রস এবং ১ টেবিল চামচ টক দই মিশিয়ে মাখুন। এক নিমেষে ট্যান দূর হয়ে যাবে।
একটা আলুর পেস্ট বানিয়ে তাতে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে রোদে পোড়া অংশে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। উপকার পাবেন।
পাঁকা পেপের সঙ্গে মধু মিশিয়ে ৩০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তার পর নিজের ঝলমলে ত্বক নিজেই দেখতে পাবেন।
ওটস এবং দুধ এক সঙ্গে মিশিয়ে ট্যান হয়ে যাওয়া অংশে ২০ মিনিট ধরে হালকা ম্যাসাজ করুন। দেখবেন ত্বকের ট্যান ভাব অনেকটাই কমে গেছে।
মুসুর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই ডালের সঙ্গে ১ চামচ অ্যালোভেরার রস এবং ১ চামচ টম্যাটোর রস মিশিয়ে নিন। ২০ মিনিট ত্বকে রেখে ভাল করে ধুয়ে ফেলে দেখুন ত্বকের চেহারা।
বেসন, এক চিমটে গুঁড়ো হলুদ, কমলা লেবুর রস ও ঠান্ডা গোলাপ জল একটি পাত্রে মিশিয়ে প্যাক তৈরি করুন। ২০ মিনিট পর মুখে রেখে, ধুয়ে ফেলুন।
এক টেবিল চামচ শসার রসের সঙ্গে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মেখে নিন। পনেরো মিনিট লাগিয়ে মিশ্রনটি তুলোয় করে তুলে দিন। দেখবেন ত্বক আগের চেয়ে অনেক ঝলমল করছে।
প্রতিদিন রোদ থেকে বাড়ি ফিরে এসে প্রথমে ঠান্ডা জলে মুখ ধুয়ে, তারপর মুখে একটু বরফ ঘষে নেবেন। রোদে যখন বেরোবেন, তখন অবশ্যই ছাতা ও সান-স্ক্রিন লোশন ব্যবহার করবেন।