জানুন, কীভাবে ন্যুনতম খরচে বেশি সময় বেড়ানো উপভোগ করতে পারবেন
যে বিমান সংস্থাগুলির টিকিটের দাম কম, তাদের খাবারের দাম অনেক বেশি। তাই বিমানে না খাওয়াই ভাল
একই গন্তব্যের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিটের দাম আলাদা হয়। তাই সব সংস্থার টিকিটের দাম দেখে তবেই ঠিক করুন কোন উড়ান ধরবেন। যেখানে যাচ্ছেন তার আশেপাশে অন্য কোনও বিমানবন্দর আছে কি না সেটাও দেখে নিন। কিছু বিমানবন্দরের উড়ানের ভাড়া ট্রেনের চেয়েও কম। তাই এ বিষয়েও খোঁজ নিলে সুবিধা হয়
পারলে হোটেলের বদলে হোম স্টে-তে থাকুন। এর ফলেও খরচ বাঁচতে পারে
যেখানেই যান না কেন, স্থানীয় রসনার তৃপ্তি নিন। এর ফলে খরচও যেমন বাঁচবে, তেমনই নতুন অভিজ্ঞতাও হবে
উৎসবের মরশুমে বাড়িতে না থেকে বেড়াতে যাওয়ার প্রবণতা নতুন নয়। বিশেষ করে বাঙালিদের মধ্যে। দুর্গাপুজো, দীপাবলির সময় বা শীতকালে অনেকেই বেড়াতে যান। দেশে তো বটেই, বিদেশেও বেড়াতে যাচ্ছেন বহু মানুষ। ন্যূনতম খরচে বেশ কিছুদিন যাতে আরামে ঘুরে বেড়ানো যায় তার জন্য কিছু পরামর্শ দেওয়া হল
স্বল্প খরচে এবং কম সময়ে বেশি অনেক জায়গা ঘুরতে চাইলে সরাসরি গন্তব্যস্থলের উড়ান না ধরে ধাপে ধাপে যান। এর ফলে দুটি উড়ানের মাঝের সময়ে বেশ কিছু জায়গা ঘুরে ফেলতে পারবেন
মাস, দিন এবং সময়ের হিসেবে বিমানের টিকিটের মূল্য নির্ধারিত হয়। শনি ও রবিবার ভাড়া বেশি থাকে। তাই হিসেব করে টিকিট কাটুন
বিমানে ভ্রমণ করার সময় সঙ্গে অতিরিক্ত ওজনের ব্যাগ না নেওয়াই হল। কারণ, নির্ধারিত ওজনের চেয়ে ভারী ব্যাগ থাকলে অতিরিক্ত অর্থ দিতে হবে। পারলে বিমানবন্দরে যাওয়ার আগেই ব্যাগের ওজন পরীক্ষা করে নিন