ফের একসঙ্গে সুজান-হৃতিক!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Feb 2017 05:43 PM (IST)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
এই দম্পতির দুটি ছেলে রয়েছে- রেহান ও ঋধান।
13
জল্পনা শোনা যাচ্ছে, আবার নাকি এক হতে পারেন তাঁরা।
14
ফ্যামিলি ডিনার থেকে নানা অনুষ্ঠান- সর্বত্র পাশাপাশি দেখা যাচ্ছে হৃতিক-সুজানকে।
15
এ বছর তো নিউ ইয়ার সেলিব্রেট করতে একসঙ্গে দুবাইও গিয়েছিলেন তাঁরা।
16
২০১৪-য় খাতায় কলমে ডিভোর্স হয়ে গিয়েছে তাঁদের। কিন্তু এখনও নিয়মিত একসঙ্গে দেখা যায় হৃতিক রোশন ও সুজান খানকে।