ফের বিয়ে করতে চলেছেন হৃত্বিক-সুজান? জল্পনা
যদিও রোশন পরিবারের একজনকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি সম্পূর্ণ উড়িয়ে দেন সেই সম্ভাবনাকে। সেই পরিবারের সদস্যের দাবি, তাঁরা যেটা করছেন বা করেন, পুরোটাই দুই ছেলের জন্যে। দুজনেরই এখন আলাদা জীবন রয়েছে, এবং তাঁরা সেই নিয়ে খুশি। তবে বিচ্ছেদের পর কোনও জুটির মধ্যে এমন বন্ধুত্ব দেখার সৌভাগ্য সত্যিই হয় না।
তবে জুটির ঘনিষ্ঠ এক বন্ধু সম্প্রতি এক দৈনিকে দাবি করেন, ফের বিয়ে করতে পারেন হৃত্বিক-সুজান। এবিষয়ে দুজনে ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে অশান্তি হয়েছে, সে নিয়ে ভাবনাচিন্তা করা শুরু করেছেন প্রাক্তন দম্পতি। সেগুলো যাতে কোনও ভাবেই ভবিষ্যতে মাথাচাড়া না দেয়, সেদিকে নজরও রয়েছে তাঁদের। ওই ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুজনকে সময় দিন, ওঁরা ফের কাছাকাছি আসবে।
এরপর থেকেই দুজনের সম্পর্ক আবার গভীর হতে থাকে। দুজনকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। সম্প্রতি একসঙ্গে সুইতজারল্যান্ডও ঘুরে আসেন তাঁরা।
সেসময় অনেকেই বলেছিলেন সুজানের অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কের জন্যে ভেঙেছে এই বিয়ে। অনেকে আবার বলেন হৃত্বিরকে বহু নারীর সঙ্গে সম্পর্ক এই বিচ্ছেদের অন্যতম কারণ। তারপরই সংবাদমাধ্যমে মাথা চাড়া দেয় হৃত্বিক-কঙ্গনা বিতর্ক। সেসময় প্রাক্তন স্বামীর পাশে এসে দাড়ান প্রাক্তন স্ত্রী সুজান
তবে বিচ্ছেদ হলেও, তাঁদের সম্পর্ক সেভাবে তিক্ত হয়নি কখনও। বাড়ির বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে বা ছেলেদের স্কুলে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।
২০১৩ সালের ডিসেম্বরে বলিউডের এক জনপ্রিয় জুটি আচমকাই বিচ্ছেদের খবর ঘোষণা করে চমকে দিয়েছিলেন সকলকে। ১৪ বছরের সম্পর্কে ইতি টেনে বিবাহ বিচ্ছেদ হয়েছিল হৃত্বিক রোশন-সুজান খানের।