ওয়ার সুপারহিট, ছবির সাকসেস মিটে হৃতিক-টাইগার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2019 12:29 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
২ তারিখ মুক্তি পেয়েছে ওয়ার।
5
ছিলেন ছবির নায়িকা বাণী কপূরও।
6
7
8
9
10
নির্মাতারা চেয়েছিলেন, ছবিতে হৃতিক-টাইগারের ‘যুদ্ধ’ পর্দার বাইরেও চলতে থাকুক। কিন্তু সেটা ছবি মুক্তির আগে। এখন তাঁদের এক সঙ্গে কোথাও যেতে কোনও সমস্যা নেই।
11
ছবি মুক্তির আগে এক সঙ্গে তাঁরা প্রমোশনে নামেননি অবশ্য।
12
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে হৃতিক রোশন-টাইগার শ্রফের ওয়ার। এবার ফের এক মঞ্চে দেখা গেল হৃতিক-টাইগারকে।