প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে হৃতিক, গেলেন ওয়ার দেখতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2019 03:38 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
তাঁদের ২ সন্তান তাঁদের সম্পর্ক স্বাভাবিক করতে বিরাট সাহায্য করেছে।
3
পেশাগত জীবনই হোক বা ব্যক্তিগত, সুজান সব সময় সমর্থন করেছেন হৃতিককে।
4
ডিভোর্সের পরেও এক সঙ্গে বিদেশে পর্যন্ত গিয়েছেন এই প্রাক্তন দম্পতি।
5
এটি হৃতিকের শেষতম ছবি, এতে তাঁর সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ ও বাণী কপূর।
6
এবার তাঁরা গেলেন ওয়ার ছবিটি দেখতে।
7
হৃতিক রোশনের সঙ্গে সুজান খানের ডিভোর্স হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু মাঝে মধ্যেই এক সঙ্গে ঘুরতে যান তাঁরা।