ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগছে হৃত্বিক-সুজানের?
দেখুন- পার্টির পরবর্তী ছবি। ফটো- মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখুন- পার্টির পরবর্তী ছবি। ফটো- মানব মঙ্গলানি)
এর আগে সুজান যে ছবি শেয়ার করেছিলেন, সেখানে তাঁকে তার প্রাক্তন স্বামী ও দুই সন্তানের সঙ্গে দেখা গিয়েছে। (ছবি-ইন্স্টাগ্রাম)
সুজান ইন্সটায় ব্যাং ব্যাং তারকাকে আলিঙ্গন করা অবস্থার একটি ছবি শেয়ার করেছিলেন। বলেছিলেন, হৃত্বিককে নিয়ে তিনি গর্বিত। (ফটো- মানব মঙ্গলানি)
সম্প্রতি সুজান সোশ্যাল মিডিয়ায় হৃত্বিকের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে বলেছিলেন- ভারতীয় সিনেমায় সবচেয়ে মর্মস্পর্শী অভিনয় হৃত্বিকের। কাবিল আপনাদের ভাবনার রসদ যোগাবে। কাবিল-টিম ইয়ামি ও সঞ্জয় গুপ্তাকে ধন্যবাদ। (ছবি-ইন্সটাগ্রাম)
উল্লেখ্য, কিছুদিন আগেই অক্ষয় কুমার অভিনীত জলি এলএলবি ২-র স্ক্রিনিংয়ে সুজানকে সঙ্গে নিয়েই এসেছিলেন হৃত্বিক। সেখানে ছিলেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না।স্ক্রিনিংয়ের পর চারজনকে আড্ডা দিতেও দেখা গিয়েছিল।
ছবিতে দেখা যাচ্ছে, পার্টিতে একসঙ্গে হৃত্বিক ও সুজান। আসলে মুম্বইয়ে একটি রেস্তোরাঁয় পার্টিতে এসেছিলেন হৃত্বিক, সুজান, প্রীতি জিন্টা এবং অভিষেক কাপূর।পার্টির পর বাইরে আসার পর সুজান ও হৃত্বিক একে অপরের হাত ধরেছিলেন।(ফটো- মানব মঙ্গলানি)
বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের কাবিল বক্স অফিসে দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এরইমধ্যে তাঁর অনুরাগীদের জন্য সুখবর। হৃত্বিক ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজানের মধ্যে দূরত্ব কমছে।সম্প্রতি তাঁদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছেন। দেখুন- হৃত্বিক ও সুজানের কিছু আকর্ষণীয় ছবি। (ফটো- মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -