শামির হ্যাটট্রিক থেকে রোহিতের ৫ শতরান, একনজরে এবারের বিশ্বকাপের রেকর্ড
এবারের বিশ্বকাপে মোট ৬৪৮ রান করেছেন রোহিত
এবারের বিশ্বকাপে পাঁচটি শতরান করে রেকর্ড গড়েছেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা
ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের তারকা শাকিব আল হাসান পাঁচটি করে অর্ধশতরান করেন
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। এটাই এবার একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। তাঁর উইকেট সংখ্যা ২৭
এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক করেন ভারতের পেসার মহম্মদ শামি ও নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট
এবাবের বিশ্বকাপের ফাইনালে যে দু’টি দল খেলল, তারা কেউই এর আগে বিশ্বকাপ জেতেনি। ইংল্যান্ড এর আগে তিনবার ফাইনালে উঠে হেরে গিয়েছিল। নিউজিল্যান্ড ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেছিল। তারা পরপর দু’বার ফাইনালে হারল
এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে
গতকাল ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাই ও সুপার ওভারের পর বেশি বাউন্ডারি মারার জন্য জয়ী ঘোষিত হয় ইংল্যান্ড। এই প্রথম বিশ্বকাপ জিতল ইংল্যান্ড