সবুজ লেহঙ্গা থেকে লাল পাড় সাদা শাড়ি, জন্মদিনে দেখুন কোন কোন লুকে রুপোলি পর্দায় আগুন লাগিয়েছিলেন মাধুরী!
হাম আপকে হ্যায় কোন- ছবিতে গলায় ব্যান্ড দেওয়া গোলাপি লঙ ফ্রকও ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক দো তিন থেকে শুরু করে হামপে ইয়ে কিসনে হরা রঙ ডালা, পর্দায় মাধুরী দিক্ষীতের থকে চোখ সরাতে পারেনি তামাম দর্শককুল। প্রত্যেক পোশাকেই রুপোলী পর্দায়া আগুন লাগিয়েছেন মাধুরী। তাঁর বিশেষ স্টাইলগুলিই পরবর্তীকালে হয়ে উঠেছে ট্রেন্ড সেটার। দেখে নিন মাধুরীর রূপোলি পর্দার কোন কোন লুক আজও সমাদৃত।
দেবদাস ছবিতে মেরুন ল্যাহেঙ্গায় মাধুরীর কাহে ছেড় মোহে -র কত্থত নাচ তুমুল জনপ্রিয়তা পায়। অনেকেই এখনও নকল করার চেষ্টা করেন মাধুরীর এই পোশাক।
আজা নাচলে ছবির নৃত্যনাট্যে কথকের ভূমিকায় নাচ করেছিলেন মাধুরী। সেই দৃশ্যে তাঁর সাদা পোশাক জনপ্রিয় হয়েছিল।
সম্প্রতি কলঙ্ক ছবিতে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় মাধুরীর লুক জনপ্রিয়তা পেয়েছে।
১৯৯২ সালে বেটা ছবির জনপ্রিয় গান ধক ধক করনে লাগাতেও দর্শকদের মুগ্ধ করেছিল মাধুরীর আগুনরঙা পোশাক।
হাম আপকে হ্যায় কোন ছবির যোগন গানটিতে কমলা জরির কাজ করা সালওয়ার কামিজে মাধুরীকে দারুণ ঝলমলে দেখিয়েছিল।
হাম আপকে হ্যায় কোন ছবিতে মাধুরীকে দেখা গেছে বিভিন্ন ধরনের লং ফ্রক পরতে। কখনও ফ্রিলের কাজ করা নেটের একরঙা ফ্রক কখনও গোলাপি পাথর বসানো ফ্রক বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময়ে। ওই ছবিরই ইয়ে মোসম কা যাদু হ্যায় গানটিতে মাধুরীর লাল ফ্রক নজর কেড়েছিল।
হাম আপকে হ্যায় কোন ছবির প্রায় প্রতিটি গানেই মাধুরীকে দেখা গিয়েছিন নতুন নতুন রূপে। সবচেয়ে জনপ্রিয় গান দিদি তেরা দেবর দিওয়ানায় মাধুরীর সোনালী জরির কাজের বেগুনী শাড়ি তাঁর ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানিয়েছিল।
প্রেম গাথা ছবির জঙ্গল মে শের গানে মাধুরীর বোহো লুক বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
তেজাব ছবির এক দো তিন গানের সঙ্গে গোলাপি ছোট ল্যাহেঙ্গায় মাধুরীর নাচ ও লুক ভীষণ জনপ্রিয় হয়েছিল। দর্শকদের নজর কেড়েছিল তাঁর বিশেষ চুলের কায়দাও।
ট্রেন্ড সেটার হিসাবে প্রথমেই নাম নিতে হয় মাধুরীর হামপে ইয়ে কিসনে হরা রঙ ডালা গান ও তার সঙ্গে তার ধ্রুদী নাচের। সবুজ কত্থক নাচের পোশাকে মন কেড়েছিলেন মাধুরী। গানটি দেবদাস ছবির।
আজা নাচ ছবির টাইটেল ট্রাকে মাধুরীর কালো ল্যাহেঙ্গা বেশ জনপ্রিয় হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -