পাকিস্তান চাইলে যুদ্ধ হোক, উরির হামলার প্রেক্ষিতে মন্তব্য বিজেন্দরের, শোক প্রকাশ সচিন, কোহলি, সহবাগদের
একটি কবিতার মাধ্যমে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন যোগেশ্বর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুস্তিগীর যোগেশ্বর দত্তও উরির ঘটনায় শোক প্রকাশ করেছেন
একটি বিদেশি সংবাদসংস্থা উরির হামলাকারীদের ‘বিদ্রোহী’ বলে উল্লেখ করেছে। তাদের দাবি উড়িয়ে হামলাকারীদের জঙ্গি বলেই উল্লেখ করেছেন সহবাগ
ট্যুইট করে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন সহবাগ
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ চাইছেন, অবিলম্বে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার
জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুতে ব্যথিত ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিও
জঙ্গি হামলার ঘটনা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কোহলি
ট্যুইট করে বিজেন্দর বলেছেন, পাকিস্তান যখন যুদ্ধ চাইছে তখন যুদ্ধই হোক
বক্সার বিজেন্দর সিংহ চাইছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক ভারত
শিখর ধবনও উরির ঘটনায় শোক প্রকাশ করেছেন
উরিতে জঙ্গি জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর
ট্যুইট করে শোক জ্ঞাপন করেছেন সচিন
ধবন বলেছেন, এই শোকের সময় নিহত জওয়ানদের পরিবারকে শক্তি দেওয়ার জন্য তিনি প্রার্থনা করছেন
ক্রিকেটারদের বদলে শহিদ জওয়ানদের বায়োপিক হওয়া উচিত বলে মনে করেন গম্ভীর
ভারতের রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট গম্ভীর
ট্যুইট করে পাকিস্তানকে আক্রমণ করেছেন গম্ভীর
গৌতম গম্ভীরও উরির ঘটনায় ক্ষুব্ধ
India's Shikhar Dhawan gestures to a teammate during the third day of the fourth Test cricket match between India and South Africa at The Feroz Shah Kotla Stadium in New Delhi on December 5, 2015. AFP PHOTO / Money SHARMA -----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE ---- / AFP / MONEY SHARMA
- - - - - - - - - Advertisement - - - - - - - - -