হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করলেও থেকে যায় ফোনে, জানেন কি?
যদি ক্লিয়ার অল চ্যাটস করা হয় তা হলেও ফোনে তা স্টোর করা রাখবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইওএস গবেষক জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন পরীক্ষা করে দেখা গিয়েছে ব্যবহারকারী ডিলিট, ক্লিয়ার বা আর্কাইভ অল করলেও সেই মেসেজের প্রমাণ থেকে যাবে ফোনে।
নতুন সমীক্ষা বলছে, আইফোন থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করার পরও তা স্টোর করে রাখে ফোন।
এই মেসেজ কিন্তু কোথাও না কোথাও গিয়ে ঠিক জমে যায়। যেখান থেকে আবার উদ্ধারও করা যাবে।
যদি বয়ফ্রেন্ড আপনার ওপর গোয়েন্দাগিরি করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডিলিট মানেই ফোন থেকে সম্পূর্ণ মুছে ফেলা যায় না চ্যাট।
কোনও এক বন্ধুর কাছে প্রেমিক সম্পর্কে প্রচুর নিন্দা করেছেন। তার পর ফোন বয়ফ্রেন্ডের হাতে পড়ার আগেই উড়িয়ে দিলেন সব চ্যাট। ব্যস, নিশ্চিন্ত? না এতে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -