'মাফ করবেন, আমার ভাইদের আপনাকে পছন্দ নয়', কেন এমন বললেন এষা গুপ্ত?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2018 12:08 PM (IST)
1
এ বছর এষাকে দেখা যাবে হেরা ফেরি ৩, টোটাল ধামাল ছবিতে। পল্টন ছবিতে তিনি থাকবেন অতিথি শিল্পীর ভূমিকায়।
2
তাঁকে শেষবার দেখা যায় কম্যান্ডো ২ ছবিতে।
3
এর আগে এষা কেরলের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ পাঠানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান।
4
এষার তিন তিনজন বডিবিল্ডার ভাই রয়েছেন। রাখি পূর্ণিমার দিনে ভাইদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লিখেছেন, মাফ করবেন, আমার ভাইদের আপনাকে পছন্দ নয়।
5
একে আজ রবিবার ছুটির দিন, তায় রাখি পূর্ণিমা। তবে যদি সন্ধেয় অভিনেত্রী এষা গুপ্তের সঙ্গে ডেটে যেতে চান কিঞ্চিত ঝামেলায় পড়তে পারেন আপনি।