দেখুন, মানালিতে এবার পর্যটকদের জন্য নয়া আকর্ষণ ইগলু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2017 06:44 PM (IST)
1
মানালিতে ইগলুতে থাকার পাশাপাশি স্নো-স্কেটিংয়েরও আনন্দ উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এই ইগুলতে অনায়াসেই দু জন থাকতে পারেন
3
ভারতের অন্য কোনও পর্যটন কেন্দ্রে ইগলু নেই। মানালিতেই প্রথম এই ব্যবস্থা করা হল
4
বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে, ইগলুর ভিতরটা তার চেয়েও সুন্দর এবং আরামদায়ক। এক রাতের ভাড়া ৪,৬০০ টাকা থেকে ৫,৬০০ টাকা পর্যন্ত হতে পারে
5
মানালি বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? আপনার ভ্রমণের মজা বাড়ানোর জন্য এবার এই শৈলশহরে ইগলুর ব্যবস্থা করা হয়েছে। এস্কিমোদের মতোই আপনিও থাকতে পারেন ইগলুতে
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -