ছোটবেলার পুতুলের চুল কাটার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের হেয়ারকাট করে ফেললেন এই বলি নায়িকা!
সব ছবি- ইলিয়েনার ইনস্টাগ্রাম
লকডাউনের জেরে লাইটস ক্যামেরা অ্যাকসান থেকে অনেক দূরে ঘরবন্দি রয়েছে তামাম বলিউড। নিজের ইচ্ছামতো অবসর যাপরৃন করছেন সবাই। কেউ মন দিয়েছেন রান্নায়, কেউ বইয়ে আবার কেউ শিখছেন নতুন কিছু।
তারকাদের এই নতুন কিছু করার দৌড়ে পিছিয়ে নেই বরফি ছবির নায়িরা ইলিয়েনা ডিক্রুজ। তবে তিনি যা করলেন তা বোধহয় টিনসেল টাউনে কেউ সাহস করতে পারেননি।
লকডাউনে পুরনো ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন ইলিয়েনা।
মাঝেমধ্যেই বিভিন্ন নতুন লুক নিয়ে ভাইরাল হয় বলি নায়িকাদের ছবি। নিজেদের লুক নিয়ে এক্সপেরিমেন্ট সবাই করেন। তবে নিজের চুল কেটে ফেলার সাহস খুব একটা কেউ করেননি।
লকডাউনে বন্ধ বিউটি পার্লার। তাই নিজেই নিজের হেয়ারকাট করে ফেললেন নায়িকা।
সেই সঙ্গে তিনি লেখেন, সাত বছর বয়সে নিজের পুতুলের চুল কেটেছিলেন। তারপর আজ নিজের চুলের সঙ্গে সেই এক্সপেরিমেন্টই করলেন নায়িকা।
ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের নতুন হেয়ারকাটের ছবি শেয়ার করলেন তিনি। অভিজ্ঞতা না থাকলেও বেশ ভালোই স্টাইল এনেছেন নিজের চুলে।