পোষা কুকুরের কারণে ইমরান খানের তৃতীয় বিয়ে ভাঙনের মুখে!
বুশরার আগের পক্ষের সন্তান দীর্ঘদিন ধরে ইমরানের একটি বাড়িতে বসবাস করছে। সেটা নিয়েও দু’জনের ঝগড়া চলছে। কারণ, বিয়ের সময় মৌখিক চুক্তি হয়েছিল, বুশরার কোনও আত্মীয় দীর্ঘদিন ধরে ইমরানের বাড়িতে থাকতে পারবেন না। ইমরানের ওই বাড়িতে তাঁর বোনেরা থাকছেন। তাঁরা বাড়িটি সংস্কার করাচ্ছেন। সেটা নিয়ে আবার বুশরার আপত্তি রয়েছে
ইমরান অবশ্য কুকুরটিকে তাড়িয়ে দেওয়া এবং তার ফিরে আসার খবর অস্বীকার করেছেন। তাঁর দাবি, অনেকদিন আগেই কুকুরটি মারা গিয়েছে
ইমরানের প্রাক্তন গুরুমা বুশরা কুকুর পছন্দ করেন না। তাঁর কথাতেই পোষা কুকুরকে বাড়ি থেকে বার করে দেন ইমরান। কিন্তু সেই কুকুরটি ফিরে এসেছে। সে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে বুশরার ধর্মীয় কার্যকলাপে ব্যাঘাত ঘটছে। সেই কারণেই তিনি ক্ষুব্ধ
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমরান ও বুশরার ঝগড়ার কারণ হল পোষা কুকুর
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমরানের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে ফিরে গিয়েছেন বুশরা
কিছুদিন আগেই তৃতীয়বার বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। কিন্তু এরই মধ্যে স্ত্রী বুশরা মানেকের সঙ্গে তাঁর সমস্যা তৈরি হয়েছে বলে খবর