জানেন কি? ট্রাফিক কনস্টেবল গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে পারেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2016 06:34 PM (IST)
1
১০০ টাকার বেশি জরিমানা করা হলে সেই চালানে এএসআই বা এসআই সই করতে পারেন
2
গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে ট্রাফিক পুলিশের খপ্পরে পড়তে হয়নি এমন মানুষ বিরল
3
হেড কনস্টেবল শুধু ১০০ জরিমানা নিয়ে চালান দিতে পারেন। সাধারণ কনস্টেবল এই চালানে সই করতে পারেন না
4
মদ খেয়ে বা মাদকের নেশা করে গাড়ি চালালে, ট্রাকে অতিরিক্ত মাল বহন করলে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে, অত্যধিক গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্য ট্রাফিক কনস্টেবল চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারেন
5
ট্রাফিক কনস্টেবল কোনও গাড়ি আটক বা বাজেয়াপ্ত করতে পারেন না। চালককে গ্রেফতার করার অধিকারও তাঁর নেই
6
বেশিরভাগ সময় ট্রাফিক কনস্টেবল বা অন্য কোনও পুলিশকর্মী চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান। কিন্তু আইনানুসারে তাঁরা এটা করতে পারেন না। সাব ইন্সপেক্টর বা তাঁর উর্ধ্বতন কোনও আধিকারিকই কাগজপত্র দেখতে পারেন