বান্ধবী মেয়ের বয়সি, তাতে কী? মহানন্দে ডেট করছেন ৫১ বছরের মিলিন্দ সোমান
মিলিন্দ পিঙ্কাথনের উদ্যোক্তা। মহিলাদের এই দৌড়ে সুস্বাস্থ্য ও স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা প্রচার করা হয়।
গত অক্টোবর থেকে প্রেম করছেন তাঁরা। এখন করছেন লিভ-ইন।
অভিনেত্রী সাহানা গোস্বামীর সঙ্গে কিছুদিন প্রেম করেন মিলিন্দ। টেকেনি সেই সম্পর্কও।
২০০৬-এ মাইলিন জাম্পানোই নামে এক ফরাসি অভিনেত্রীকে বিয়ে করেন মিলিন্দ। কিন্তু মাইলিন থাকতেন ফ্রান্সে আর মিলিন্দ ভারতে। ফলে ৩ বছর পর ছাড়াছাড়ি হয়ে যায়।
অঙ্কিতা গুয়াহাটির মেয়ে। অসমিয়া ছাড়াও জানেন বাংলা, হিন্দি, ইংরেজি ও ফরাসি। এয়ার এশিয়ায় কাজ করেন তিনি।
অঙ্কিতার বয়স মিলিন্দের থেকে ২৯ বছর কম। ফলে অনেকের বক্তব্য, তিনি তাঁর মেয়ের বয়সি।
২২ বছরের অঙ্কিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন মিলিন্দ।
সুপারমডেল-অভিনেতা মিলিন্দ সোমান আবার প্রেমে পড়েছেন। তাঁর বর্তমান বান্ধবী অঙ্কিতা কোনওয়ার, পেশায় এয়ার হোস্টেস। ৫১ বছরের মিলিন্দের বয়স বান্ধবীর থেকে দ্বিগুণেরও বেশ খানিকটা বেশি।