ছবিতে দেখুন, অমিত শাহের আমন্ত্রণে নৈশভোজে হাজির এনডিএ-র কোন কোন শরিক!
প্রধানমন্ত্রী বলেন, ‘‘এ বারের ভোট প্রচার একেবারে অন্য রকম ছিল। মনে হয়েছে তীর্থযাত্রা করছি। ভোট লড়েছেন জনতা। কাউকে জেতানো বা হারানোর জন্য এ বারের ভোট ছিল না। ছিল একটি নবজাগরণের।’’
এদিনের বৈঠকে বাংলায় ভোট পরবর্তী অশান্তি নিয়েও আলোচনা হয়। রাজনাথ সিংহর বক্তব্যে উঠে আসে সেই প্রসঙ্গ।
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ শরিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ৫ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করেছে, তাতে দেশের মানুষ তাদের উপর ভরসা রাখবে।
সব শরিকদের তরফেই মোদির হাতে তুলে দেওয়া হয় পুষ্প স্তবক ও শাল।
দলীয় নেতা ও শরিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের ফাঁকে মঙ্গলবার রাতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
ফলের আগে জোটবদ্ধ এনডিএ-র ছবি তুলে ধরার চেষ্টায় বিজেপি।
সবথেকে পুরনো শরিক শিবসেনা পাশে।
নীতিশ কুমারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
নিজেদের শক্তি বুঝে নিতে এদিন এনডিএ শরিকদের নৈশভোজে আমন্ত্রণ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিতের ডাকে সাড়া দিয়ে নৈশভোজে যোগ দেন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জেডিইউ-র সর্বভারতীয় সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান, শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল , আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেল প্রমুখ।
গণনার ৪৮ ঘণ্টা আগেই মঙ্গলবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান দলীয় নেতারা। এনডিএর শরিক দলের নেতারাও নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।
কে গড়বে কেন্দ্রে সরকার? বুথ ফেরত সমীক্ষার পরই রাজধানীতে এনডিএ শিবিরে চূড়ান্ত তৎপরতা। নিজেদের শক্তি বুঝে নিতে চাইছে তারা। গুছিয়ে নিচ্ছে ঘর। মঙ্গলবার অমিত শাহের আমন্ত্রণে দিল্লিতে হাজির এনডিএ শরিকরা।