অক্ষয় কুমারের '২.০' লুকের প্রশংসায় বলিউড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2016 11:42 PM (IST)
1
সিদ্ধার্থ মালহোত্র
2
সাজিদ খান
3
রিতেশ দেশমুখ
4
প্রকাশ ঝা
5
ভূমি পেডনেকর
6
খ্যাপা বৈজ্ঞানিক রিচার্ডের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অন্যদিকে, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বৈজ্ঞানিক বসীগরণের ভূমিকায়।
7
আসলে এই ছবিটি তামিল ছবি 'এন্থিয়ন'-এর সিক্যোয়েল। ছবির বাজেট ৩৫০ কোটি। অক্ষয়কের নতুন লুক-এর প্রশংসা করেছে বলিউড।
8
মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত '২.০'-এর টিজার। ছবিতে অক্ষয়কে নেগেটিভ ভূমিকায় দেখা যাবে। এস শঙ্কর নির্দেশিত ছবিটি সামনের বছর দীপাবলিতে মুক্তি পাবে।