দেখুন, উত্তরপ্রদেশজুড়ে পালিত হচ্ছে ছটপুজো
ছটপুজোয় শুধু মহিলারাই ব্রত পালন করেন না। তাঁদের পাশাপাশি পুরুষরাও একইভাবে ব্রত পালন করেন
সবারই আশা, ভগবান সূর্য ও ছটি মাতা তাঁদের কামনা পূরণ করবেন
ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালেও পালিত হচ্ছে ছটপুজো
রবিবার বিকেলে বারাণসীর গঙ্গার ঘাটে ছটপুজোর ছবি এটা
কথিত আছে, ছটপুজোর দিন ঐশ্বরের কাছে শুদ্ধ মনে যা কামনা করা হয়, তা সবই পূরণ হয়
ছটপুজো উপলক্ষে এই সমারোহ উপভোগ করলেন বিদেশিরা
বারাণসীতে আসা বিদেশিরাও ছটপুজোয় সামিল হয়েছেন
ছটপুজোয় সূর্য নারায়ণের পাশাপাশি দেবী ষষ্ঠীরও পুজো করা হয়
কথিত আছে, সূর্যের আলোতেই প্রকৃতির জীবনচক্র চলে। সূর্যের আলোতেই বিশ্বে প্রাণের সঞ্চার হয়। ছটপুজোয় এই সূর্যদেবেরই উপাসনা করা হয়
বারাণসী শহরেও সবচেয়ে লাখো মানুষ জড়ো হয়েছেন
রীতি অনুসারে, ছটপুজোয় সূর্যের উপাসনার মাধ্যমে জগতের মঙ্গল হয়
ঐতিহাসিক শহর বারাণসীর পবিত্র গঙ্গার ঘাটগুলিতে ছটপুজো দিলেন হাজার হাজার মানুষ
রবিবার বিকেলে অস্তগামী সূর্যের উদ্দেশে অর্ঘ্য দেওয়ার পর আজ সকালে সূর্যোদয়ের পর ফের পুজো দেওয়ার মাধ্যমে সমাপ্ত হল ব্রত
ছটপুজোর বিভিন্ন উপকরণ নিয়ে মহিলারা নদীর পাড়ে গিয়ে সূর্য উপাসনা করেছেন
ত্রিবেণী সঙ্গমের বিভিন্ন ঘাটে প্রথা মেনে সূর্যের উদ্দেশে অর্ঘ্য দেন মহিলারা
ত্রিবেণী সঙ্গমে পুজো দেওয়ার জন্য দেশের বিভিন্ন রাজ্যের মানুষ এসেছেন
শুধু মহিলারাই নন, তাঁদের পাশাপাশি পরিবারের পুরুষ সদস্যরাও ত্রিবেণী সঙ্গমে ছটপুজো উপলক্ষে জমায়েত হন
গঙ্গা, যমুনা ও অদৃশ্য নদী সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে হাজার হাজার মহিলা সূর্যদেবের উপসনা করে পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন
ঐতিহাসিক ও ধর্মীয় কারণে উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এলাহাবাদেই ছটপুজো উপলক্ষে সবচেয়ে বেশি মানুষ এসেছেন
বারাণসী, এলাহাবাদ সহ গোটা উত্তরপ্রদেশে মহাসমারোহে সূর্যের উপাসনা করা হচ্ছে