প্রকাশ পেল দীপিকা-রণবীরের বিয়ের ছবি, দুই মতে হওয়া বিয়েতে কী পরেছিলেন নবদম্পতি? দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2018 01:48 PM (IST)
1
রণবীর পড়েছিলেন সাদা কুর্তা এবং ধুতি।
2
রণবীরের পরনে ছিল লাল শেরওয়ানি এবং লেহেরিয়া সাফা।
3
তাঁর ওড়নায় এমব্রডারি করেই লেখা ছিল সদা সৌভাগ্যবতী ভবঃ।
4
১৫ তারিখ রণবীরের পরিবারের সিন্ধি রীতি মেনে বিয়েতে দীপিকা বেছে নেন লাল রঙের এমব্রয়ডারি করা ভারী লেহেঙ্গা।
5
নাকে নথ, লাল চূড়া এবং ভারী গয়নায় সেজেছিলেন দীপিকা।
6
মাথা পাট্টি, টিপ, ঐতিহ্যবাহী গয়না এবং ওড়নাও ছিল দীপিকার বিয়ের সাজের অঙ্গ।
7
সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী এবং তাঁর সংস্থার পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন রণবীর, দীপিকাকে।
8
১৪ তারিখ, দীপিকার পরিবারের রীতি অনুযায়ী কোঙ্কনী প্রখায় বিয়েতে সাদা এবং কমলা এবং সোনালি রঙের সিল্কে সেজেছিলেন দীপিকা।
9
আপাদমস্তক সব্যসাচী মুখোপাধ্যয়ের ডিজাইনে সেজেছেন দুই তারকা। দু’জনেই বিয়ের সাজে সম্মোহক।
10
অবশেষে মুক্তি পেল বহু-প্রতিক্ষিত রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ছবি।