প্রকাশ পেল দীপিকা-রণবীরের বিয়ের ছবি, দুই মতে হওয়া বিয়েতে কী পরেছিলেন নবদম্পতি? দেখুন
রণবীর পড়েছিলেন সাদা কুর্তা এবং ধুতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরণবীরের পরনে ছিল লাল শেরওয়ানি এবং লেহেরিয়া সাফা।
তাঁর ওড়নায় এমব্রডারি করেই লেখা ছিল সদা সৌভাগ্যবতী ভবঃ।
১৫ তারিখ রণবীরের পরিবারের সিন্ধি রীতি মেনে বিয়েতে দীপিকা বেছে নেন লাল রঙের এমব্রয়ডারি করা ভারী লেহেঙ্গা।
নাকে নথ, লাল চূড়া এবং ভারী গয়নায় সেজেছিলেন দীপিকা।
মাথা পাট্টি, টিপ, ঐতিহ্যবাহী গয়না এবং ওড়নাও ছিল দীপিকার বিয়ের সাজের অঙ্গ।
সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী এবং তাঁর সংস্থার পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন রণবীর, দীপিকাকে।
১৪ তারিখ, দীপিকার পরিবারের রীতি অনুযায়ী কোঙ্কনী প্রখায় বিয়েতে সাদা এবং কমলা এবং সোনালি রঙের সিল্কে সেজেছিলেন দীপিকা।
আপাদমস্তক সব্যসাচী মুখোপাধ্যয়ের ডিজাইনে সেজেছেন দুই তারকা। দু’জনেই বিয়ের সাজে সম্মোহক।
অবশেষে মুক্তি পেল বহু-প্রতিক্ষিত রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -