নৌসেরা সেক্টরে বিস্ফোরণে নিহত মেজর চিত্রেশ সিংহ বিস্তকে শেষশ্রদ্ধা জানালো দেহরাদুন
চিত্রেশের শেষযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিত্রেশের শেষযাত্রায় সামিল হন প্রচুর মানুষ
“অমর রহে” শ্লোগান তুলে, ভারতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় তার কফিন। শ্রদ্ধা-জ্ঞাপন করেন সকলে।
চিত্রেশের মরদেহ তার বাড়িতে আসার সময় দেহরাদুনে নেহেরু কলোনিতে ছিল উপচে পড় ভিড়। সবাই অপেক্ষা করছিল শেষবারের জন্য তাকে শ্রদ্ধা জানাবে বলে।
চিত্রেশের সমস্ত বন্ধু ও আত্মীয়রা তার বাড়ি এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে।
পরিবার সূত্রে খবর, মার্চ মাসে তার বিয়ের ঠিক হয়েছিল। ফেব্রুয়ারীর শেষে বাড়ি ফেরার কথা ছিল চিত্রেশের।
চিত্রেশ সিংহের মা-বাবা বর্তমানে দেহরাদুনের বাসিন্দা। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ এবং মা গৃহিনী।
১৬ই ফেব্রুয়ারী রাজৌরির নৌসেরা সেক্টরে জঙ্গিদের পুঁতে রাখা আইইডি নিষ্ক্রিয় করার সময় বোমা ফেটে মৃত্যু হয় তার।
নৌসেরা সেক্টরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় চিত্রেশের। জওয়ানদের বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান ছিলেন তিনি।
মেজর চিত্রেশ সিংহ বিস্তকে শেষ শ্রদ্ধা জানালেন সেনা জওয়ান ও তার আত্মীয় পরিজন। দেহরাদুনে এইদিন তার বাসভবনে সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -