পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার ডিলিঙ্ক করতে চান? দেখুন কী করবেন
পেটিএম থেকে আধার ডিলিঙ্ক হয়ে গেলে সেটি মেল করে জানিয়ে দেওয়া হবে। ছবি সৌজন্যে এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭২ ঘণ্টার মধ্যে পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার কার্ড ডিলিঙ্ক হয়ে যাবে। ছবি সৌজন্যে এএফপি/স্যাম প্যান্থাকি
আধার কার্ডের ছবি পাঠালে আরও একটি ই-মেল আসবে। ছবি সৌজন্যে পিটিআই
এরপর মেল আসবে। তাতে আধার কার্ডের ছবি তুলে পাঠাতে হবে। ছবি সৌজন্যে এএফপি
কাস্টমার কেয়ার প্রতিনিধি জন্মতারিখ, রেজিস্টার্ড ই-মেল আইডি জানতে চাইতে পারেন। ছবি সৌজন্যে পিটিআই এএফপি/নরিন্দর নানু
কেউ চাইলে ৯ টিপে কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গেও কথা বলতে পারেন। প্রতীকি ছবি
এরপর পেটিএম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। ছবি সৌজন্যে পিটিআই
ভাষা বেছে নেওয়ার পর কেওয়াইসি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য ২ টিপতে হবে। এরপর ফোন নম্বর দিতে হবে। ছবি সৌজন্যে এপি
ফোন করে প্রথমে ১ টিপে ভাষা বেছে নিতে হবে। ফাইল ছবি
পেটিএম থেকে আধার ডিলিঙ্ক করাতে চাইলে কাস্টমার কেয়ারে ০১২০০৪৪৫৬৪৫৬ নম্বরে ফোন করতে হবে। প্রতীকি ছবি
পেটিএমে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা চাইলে আধার ডিলিঙ্কও করাতে পারেন
সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোনও বেসরকারি সংস্থা কারও কাছ থেকে আধার চাইতে পারবে না। ফলে পেটিএম, অ্যামাজন পে-র মতো সংস্থাগুলিতে অ্যাকাউন্ট করতে গেলে আর আধার লাগবে না। ছবি সৌজন্যে এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -