দেখুন: ফুটবল ম্যাচ দেখতে পাশাপাশি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2016 10:39 PM (IST)
1
পরে সন্ধেয় তাঁদের একসঙ্গে দেখা যায় রেস্তোঁরায়।
2
খেলার শেষে ফটোগ্রাফারের সামনে দু’জনে।
3
সাদা ট্র্যাডিশনাল পোশাকে অনুষ্কা।
4
এফসি গোয়া জার্সিতে বিরাট কোহলি।
5
ম্যাচ গোলশূন্য ড্র। তবে বিরুষ্কা আর একবার ঝালিয়ে নিলেন তাঁদের সম্পর্ক।
6
ম্যাচ নিয়ে টেনশনে বিরাট। তবে টেনশন ফ্রি অনুষ্কা।
7
কী বলছেন বিরাট অনুষ্কাকে? নিশ্চয়ই শুধু ফুটবল নিয়ে কথা নয়।
8
আইএসএল ম্যাচ চলাকালীন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)