ছবিতে দেখুন, হরিদ্বারে গঙ্গায় ভাসানো হল অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম
অস্থি কলস যাত্রায় বাজপেয়ীর প্রতিকৃতি ছাড়াও তাঁর বলা বিখ্যাত উক্তিগুলি লেখা ব্যানারও দেখা যায়
কয়েক হাজার মানুষ বাজপেয়ীর অস্থি কলস যাত্রায় যোগ দেওয়ায় রাস্তায় যানজট তৈরি হয়
অটলবিহারী অমর রহে ও বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে নিয়ে যাওয়া হয় বাজপেয়ীর চিতাভস্ম
লাল কাপড়ে মোড়া একটি বিশেষ পাত্রে বাজপেয়ীর চিতাভস্ম নিয়ে যাওয়া হয়
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বহু মানুষ বাজপেয়ীর অস্থি কলস যাত্রায় যোগ দেন। প্রেম আশ্রম থেকে চিতাভস্ম নিয়ে যাওয়া হয় হর-কি-পৌরীতে
নমিতা ও তাঁর মেয়ে নীহারিকা চিতাভস্ম ভাসানোর জন্য নিয়ে যান
বাজপেয়ীর চিতাভস্ম ভাসানোর অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির ছিলেন বহু সাধারণ মানুষ
আচার-অনুষ্ঠানেও যোগ দেন বিজেপি সভাপতি
রীতি মেনে চিতাভস্ম ভাসান বাজপেয়ীর পালিতা কন্যা নমিতা কউল ভট্টাচার্য
আজ হরিদ্বারের হর-কি-পৌরীতে গঙ্গায় ভাসানো হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম। ছবি সৌজন্যে এএনআই