দশ বলিউড অভিনেত্রী যাঁরা নির্দ্বিধায় দেখিয়েছেন তাঁদের বেবি বাম্প, একনজরে দেখব তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি
টুইঙ্কল খন্না অন্তঃসত্ত্বা অবস্থায় যথেষ্ট সপ্রতিভ ছিলেন।
দুষ্টু-মিষ্টি তারা শর্মাও বেবি বাম্প দেখাতে একটুও লজ্জাবোধ করেননি।
শিল্পা শেঠ্ঠি, সবচেয়ে স্টাইলিশ বলিউড ডিভা এবং ইয়ামি মাম্মি হিসেবেই পরিচিত। চার বছরের ভিয়ানের মা হন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় বাইরে বেরোতে একটুও লজ্জা পাননি।
প্রাক্তন মিস ইউনিভার্স, লারা দত্তও অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরার সামনে আসতে একটুও কুন্ঠিতবোধ করেননি।
কঙ্কনা সেনশর্মাও অন্তঃসত্ত্বা অবস্থায় একটি সাহসী ফটোশ্যুট করেছিলেন। একটি ম্যাগাজিনের কভারপেজে তাঁর সেই অবস্থার ছবি ছাপানোও হয়েছিল
জেনেলিয়া ডি সুজা, রীতেশ দেশমুখের স্ত্রীও দুই সন্তানের মা। কখনও নিজের বেবি বাম্প দেখাতে লজ্জাবোধ করেননি।
সুন্দরী সেলিনা জেটলি, যমজ সন্তানের গর্বিত জননী, অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের বেবি বাম্প নিয়ে বাইরে বেরোতে একটুও দ্বিধাবোধ করেননি।
অমৃতা অরোরা, ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে অমৃতার বিয়ে হয়ে যায় অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং গোপনে। বিয়ের কয়েকমাস পরেই সন্তানের জন্ম দেন অমৃতা। স্বভাবতই গুঞ্জন শুরু হয়ে যায় যে, অমৃতা হয়তো বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন।
২০১১ সালে অন্তঃসত্ত্বা হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রাক্তন এই বিশ্বসুন্দরী একাধিক সময় গর্বের সঙ্গে তাঁর বেবি বাম্প দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন।
করিনা কপূর খান, যিনি এই ডিসেম্বরে তাঁর প্রথম সন্তান জন্ম দিতে চলেছেন, সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ক্যাটওয়াকও করেছেন তাঁর বেবি বাম্প নিয়ে