লকডাউনের মধ্যেই আজ ঈদ! করোনা আবহে কেমন কাটছে উৎসব? দেখুন ছবিতে
লাদাখে লকডাউন মেনে ফাঁকা রাস্তাঘাট। নিয়ম মেনে বাইরে বেরোচ্ছেন না কেউই।
লকডাউনে ফাঁকা কেরালার মসজিদ।
আজ ঈদ। তবে এই বছর ঈদ জৌলুসহীন। লকডাউনের নিয়ম মানতে গিয়ে বাদ পড়েছে জমায়েত, উৎসব। নিজের বাড়িতেই মানুষ পালন করছেন ঈদ, করছেন প্রার্থনা। এই ছবিটি শ্রীনগরের একটি মসজিদে নমাজের ছবি।
সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ পালন করতে গিয়ে বাদ পড়েছে অনেক আনন্দ। প্রিয়জনের থেকে দূরত্ব বজায় করতে গিয়ে আনন্দে ভাটা পড়ছে।
শ্রীনগরের জাল লেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নমাজ।
শ্রীনগরে রমজান মাসের শেষে নমাজের ছবি।
রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রেখেই শ্রীনগরের ডাল লেক অঞ্চলে নমাজ পড়ছেন সবাই।
রাওয়ালপিণ্ডিতে নমাজের মধ্যেই ছড়ানো হচ্ছে জীবানুনাশক।
তেহরানে করোনা আবহেই পালিত হচ্ছে ঈদ। নমাজ পড়ছেন মহিলারা।
জাকার্তায় ঈদের ছবি।
কোঝিকোড়ে ঈদের আগে শখের জিনিস কিনতে বাজারে ভিড়।
ঈদের আগে নয়াদিল্লির বাজারে ভীড়। তবে ব্যবহার করা হচ্ছে মাস্ক, রুমাল।