ছবিতে দেখুন: অতিমারীর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তেলঙ্গনার রাস্তায় ঘুরছে অভিনব ‘করোনা কার’
এর আগেও সামাজিক বার্তা দিতে বিশেষ গাড়ি নির্মাণ করেছেন সুধাকর। এর আগে এইডস সম্পর্কে সচেতনতা তৈরি করতে কন্ডোম আকৃতির বাইক বা পথ নিরাপত্তার বার্তা দিতে হেলমেট আকৃতির গাড়ি তৈরি করেছিলেন। তবে এবার সুধাকরের তৈরি ‘করোনা কার’ নিয়ে তেলঙ্গনায় চলছে জোর চর্চা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত এই গাড়িটি নিয়েই হায়দরাবাদের রাস্তায় ঘুরছেন সুধাকর। মানুষকে বোঝাচ্ছেন করোনা ভাইরাসের ভয়াবহতার কথা। সেই সঙ্গে সকলকে ঘরে থাকার প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করছেন।
১০০ সিসি ইঞ্জিন সমৃদ্ধ এই গাড়িতে একজনের বসার বন্দোবস্ত রয়েছে। গাড়িটি মোট ৪০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে। সুধাকর জানিয়েছেন, গাড়িতি তৈরি করতে তাঁর ১০ দিনের কাছাকাছি সময় লেগেছে।
হায়দরাবাদের সুধা কারস মিউজিয়ামের বিশেষত্বই হল, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আদলে গাড়ি তৈরি করা। যেমন জুতো বা হ্যান্ডব্যাগের মতো দেখতে গাড়ি। সেই মিউজিয়ামের মালিক সুধাকর। তিনি এবার তৈরি করেছেন করোনা ভাইরাসের মতো দেখতে একটি গাড়ি – ‘করোনা কার’।
করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ করছে সমস্ত রাজ্য ও সর্বোপরি কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ব্যক্তিগত স্তরেও চলছে প্রচার। সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় মানুষকে বোঝাচ্ছেন। তবে অভিনব উপায় বার করে ফেলেছেন হায়দরাবাদের একটি অটোমোবাইল মিউজিয়ামের মালিক কান্যবয়না সুধাকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -