দীপিকার প্রাক্তন এবং বর্তমান প্রেমিক দুই রণবীর একসঙ্গে হাজির কফি উইথ কর্ণ-এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2016 09:41 AM (IST)
1
শোনা যায় রণবীর সিংহ এবং রণবীর কপূরের মধ্যে সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়
2
তাই শোয়ে এই দুই তারকার একসঙ্গে উপস্থিতি যে বহু গোপন কথা ফাঁস করবে সেটা বোঝাই যাচ্ছে।
3
সূত্রের খবর সাধারণত কোনও পার্টিতে দেখা হলে একে অপরের সঙ্গে খুব সামান্যই কথা বলে থাকেন এই দুই অভিনেতা
4
কফি উইথ কর্ণ-এর শোয়ে এবার হাজির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রাক্তন এবং বর্তমান বয়ফ্রেন্ড দুই রণবীর।
5
তবে কফি উইথ কর্ণ-এর উপস্থাপক কর্ণ জোহর সেই কাজটাই এবার করে ফেলেছেন অবলীলায়
6