প্রথম পর্যায়ের শ্যুটিং শেষ, মুসৌরি গেলেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-র কলাকুশলীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2018 07:28 AM (IST)
1
ছবির পরিচালক পুনীত মালহোত্রা পোস্ট করেছেন এই ছবিটি। ২৩ নভেম্বর মুক্তি পাবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২।
2
ছবির পরিচালক পুনীত মালহোত্রা পোস্ট করেছেন এই ছবিটি।
3
দেরাদুনের যে কলেজে প্রথম পর্যায়ের শ্যুটিং হয়েছে তার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনন্যা।
4
টাইগার শ্রফ পোস্ট করেছেন তাঁর এই ছবিটি।
5
ইনি হলেন ছবির দ্বিতীয় নায়িকা তারা সুতারিয়া।
6
7
অনন্যা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর এই ছবিদুটি।
8
দেরাদুনে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-র প্রথম পর্যায়ের শ্যুটিং শেষ। এবার ছবির ৩ নায়ক নায়িকা টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া চলে গিয়েছেন মুসৌরি। সেখানকার শ্যুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা।