দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে কার্ডিফে পৌঁছে গেলেন ধোনিরা
প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পান অলরাউন্ডার বিজয় শঙ্কর। তবে তাঁর চোট গুরুতর নয়
তিন পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের উপরেও বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের সম্ভাবনা অনেকটা নির্ভর করছে
আইপিএল-এ ভাল খেলতে না পারলেও, কুলদীপ যাদবের উপর ভরসা রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কুলদীপও বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া
ইংল্যান্ডের মেঘলা আবহাওয়ায় টপ অর্ডার ব্যর্থ হলে মহেন্দ্র সিংহ ধোনিকে বাড়তি দায়িত্ব নিতে হবে। প্রথম প্রস্তুতি ম্যাচে বড় রান করতে না পারলেও, চাপ নিয়ে ব্যাটিং করেছিলেন ধোনি। বিশ্বকাপেও তাঁকে এই ভূমিকায় দেখতে চাইছে ভারতীয় দল
আগামীকাল ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটে থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা
বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারের পর আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ খেলতে কার্ডিফে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা