এ বছরের হটেস্ট নিরামিশাষী সেলিব্রিটি হলেন বলিউডের এই ২ নায়ক নায়িকা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2016 11:29 AM (IST)
1
বাদ পড়েননি মাধবনও।
2
আলিয়া ভট্টও নিরামিশাষীদের দলে।
3
তালিকায় রয়েছেন সানি লিওন।
4
নিরামিষ খান কঙ্গনা রানাওয়াতও।
5
অমিতাভ বচ্চনও নিরামিশাষী।
6
শাহিদ বলেছেন, নিরামিশাষী হয়ে তিনি খুব খুশি।
7
শাহিদ এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন, দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। তিনি ল্যাকটো-সেনসিটিভ। বহু মানুষ ল্যাকটো-সেনসিটিভ কিন্তু তাঁরা তা জানেন না। পাখি, শূকর, মাছ, গরু- সব জীবজন্তুকে তিনি ভালবাসেন। তাই নিরামিশাষী হয়েছেন।
8
পেটা মন্তব্য করেছে, সোনম আর শাহিদ ফিট, হট আর কমপ্যাশনেট। ফ্যানরা তো বটেই, কোটি কোটি মানুষের কাছে তাঁরা উদাহরণস্বরূপ, কীভাবে খাবারের মাধ্যমে পরিবেশ পরিবর্তনের সঙ্গে লড়াই করা যায়।
9
পুরুষ সেলিব্রিটিদের মধ্যে প্রথম শাহিদ, মহিলাদের মধ্যে সোনম।
10
শাহিদ কপূর আর সোনম কপূরকে ২০১৬-র হটেস্ট ভেজিটারিয়ান সেলিব্রিটির খেতাব দিল পেটা ইন্ডিয়া।