৯১-তম স্পেলিং বি চ্যাম্পিয়নশিপ জিতল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর
শেষ রাউন্ডে দুটি বানান ঠিক লিখতে হত। সেটা সহজেই করে কার্তিক। ছবি সৌজন্যে এপি
এর আগে এই প্রতিযোগিতা জেতা ২৩ জনের মধ্যে ১৯ জনই ভারতীয় বংশোদ্ভূত। ছবি সৌজন্যে এপি
টানা ১৪-তম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই প্রতিযোগিতা জিতল কার্তিক। ছবি সৌজন্যে এপি
কার্তিক জানিয়েছে, প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় চলাকালীন ৮-৯টি বানান তার জানা ছিল না। ছবি সৌজন্যে এপি
কার্তিকের জন্ম টেক্সাসের ম্যাককিনিতে। ছবি সৌজন্যে এপি
এবারের স্পেলিং বি প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ৫১৫ জন। তিনদিন ধরে চলে প্রতিযোগিতা। ছবি সৌজন্যে এপি
Koinonia বানানটি ঠিকমতো লিখেই চ্যাম্পিয়ন হয় কার্তিক। ছবি সৌজন্যে এপি
শেষ রাউন্ডে কার্তিকের সঙ্গে লড়াইয়ে ছিল নায়সা। এই লড়াইয়ে নায়সাকে টেক্কা দিল কার্তিক। ছবি সৌজন্যে এপি
অপর এক ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের নায়সা মোদী চ্যাম্পিয়নশিপ রাউন্ডে একটি বানান ভুল করে। এর ফলে জিতে যায় কার্তিক। ছবি সৌজন্যে এপি
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্পেলিং বি চ্যাম্পিয়নশিপ জিতল ১৪ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত কার্তিক নেম্মানি। ছবি সৌজন্যে এপি