দেখুন, বিরাট কোহলির শরীরে একাধিক ট্যাটুর কারণ কী
টেস্ট ও একদিনের ম্যাচে নিজের টুপির নম্বরও রয়েছে বিরাটের ট্যাটুতে।
দ্বিতীয় ট্যাটুটি হল শিবের।
এই ট্যাটুতে দেখা যাচ্ছে কৈলাস পর্বতের নীচে মানস সরোবর হ্রদের পাশে বসে ধ্যান করছেন শিব।
জাপানি সামুরাই যোদ্ধারা প্রভুর প্রতি যেমন অনুগত থাকতেন, ঠিক তেমনই আত্ম সংযমী ছিলেন এবং শ্রদ্ধাপূর্ণ ও নৈতিক আচরণ করতেন।
তৃতীয় ট্যাটুটি হল তলোয়ার হাতে একজন জাপানি সামুরাই যোদ্ধার।
শরীরে প্রয়াত বাবা প্রেম কোহলি ও মা সরোজের নামও খোদাই করেছেন বিরাট।
প্রথম ট্যাটুটি হল একটি মঠের।
মঠকে ঈশ্বর সাধনার স্থান বলে উল্লেখ করেছেন বিরাট।
ট্যাটুর প্রতি বিরাট কোহলির আকর্ষণ সবারই জানা। তাঁর শরীরে বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। তবে শুধুই শখ মেটানোর জন্য ট্যাটু করাননি বিরাট। ট্যাটুর মাধ্যমে তিনি নিজের মতামত, বিশ্বাস তুলে ধরেছেন।
কাঁধের ট্যাটুতে রয়েছে ঈশ্বরের চোখ।
এই ট্যাটুটির উপরে কিছুটা জায়গা জুড়ে কালো রঙ করা রয়েছে।