দেখুন, মহারাষ্ট্রে রেল লাইনে জল জমে আটকে পড়া মহালক্ষ্মী এক্সপ্রেসের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি উদ্ধারকার্যে সবরকম সাহায্যের আশ্বাস দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। তিনি উদ্ধারকারী বাহিনীর প্রশংসা করেছেন।
মধ্য রেলের মুখপাত্র সি আর সুনীল জানিয়েছেন, মহালক্ষ্মী এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
রেল সূত্রে খবর, আটকে পড়া ট্রেনটিতে ৯ জন গর্ভবতী মহিলা এবং একটি একমাসের শিশুকন্যা ছিল। প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ট্রেনে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, রেল ও রাজ্য প্রশাসন। শেষপর্যন্ত যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।
মুম্বই থেকে গতকাল রাতে কোলহাপুরের উদ্দেশে রওনা হয় ট্রেনটি। আজ ভোরে সেটি জলে আটকে পড়ে।
মহারাষ্ট্রের বদলাপুর ও ওয়াঙ্গনি স্টেশনের মাঝে আটকে পড়েছিল মহালক্ষ্মী এক্সপ্রেস। রেল লাইনে জল জমে যাওয়ায় ট্রেনটি চালানো সম্ভব হচ্ছিল না। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় নিরাপদে ট্রেন থেকে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -