দেখুন রাজধানীর ভয়াবহ আগুনের বেশ কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2019 04:56 PM (IST)
1
আহতদের রাম মনোহর লোহিয়া ও লেডি হার্ডিঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি–(এএফপি)
2
দমকলের দাবি, আপত্কালীন সিঁড়ি ব্যবহার করতে পারেননি আবাসিকরা। কারণ সিঁড়ি ছিল অতিরিক্ত সরু। আর গোটা হোটেলেই কাঠের প্যানেলিং থাকায় আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। ছবি–(এএফপি)
3
ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌছাঁয়। উদ্ধার করা দেহগুলির মধ্যে কিছু দেহ চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৩ জন কেরালা এ ও মায়ানমারের।
4
দুর্ঘটনার সময় হোটেলের ৪৫ টি ঘরে ৫৩ জন অতিথি ছিলেন। আতঙ্কে তারা ছাদে উঠে আসেন। ছবি–(এএফপি)
5
রাত ৩.৩০ নাগাদ, অতিথিরা যখম গভীর ঘুমে, জ্বলে ওঠে নয়াদিল্লির অর্পিত প্যালেস। ৩৫ জন আহত হয়। ছবি–(এএফপি)
6
দিল্লির করোলবাগে হোটেল অর্পিত প্যালেসে বিধ্বংসী আগুন। এখনও অবধি ১৭ জনের মৃত্যু হয়েছে। একজন শিশু সহ ২ জন ৪ তলা থেকে নিজেদের বাঁচাতে ঝাঁপ দেয়। সূত্রের খবর।