বেবিবাম্পের ছবি শেয়ার সমীরা রেড্ডির, দ্বিতীয়বারের মাতৃত্ব নিয়ে খোলামেলা নায়িকা
পুলের ধারে ছুটির সকালের এই আলস্যমাখা ছবি দেখেই বোঝা যাচ্ছে খুশিতে রয়েছেন সমীরা
২০০২ সালে প্রথম সিনেমা জগতে পা রাখেন সমীরা। করেছেন ‘রেস’ ও ‘ডরনা মানা হ্যায়’-র মতো ছবিও
সম্প্রতি এই ছবিটি শেয়ার করেছিলেন সমীরা। লিখেছিলেন, শিশুর উপস্থিতি অনুভব করতে পারছেন তিনি
আপাতত কাজ থেকে একটু ছুটি নিয়েছেন সমীরা। তবে খুব শীঘ্রই আবার অভিনয় জগতে ফিরবেন নায়িকা
নীল গোলাপি পোষাকে পুলের জলে ছুটি কাটাচ্ছেন নায়িকা। স্যোশাল মিডিয়ায় পোস্ট করছেন সেই ছবি। সঙ্গে লিখেছেন, “স্পট দ্য বেলি”
নিজের ৬ মাসের গর্ভাবস্থার ছবি পোস্ট করেছেন সমীরা। পুলের ধারে রোদে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট হানস্-এর সঙ্গে সময় কাটাচ্ছেন সমীরা
সম্প্রতি মুম্বইতে স্বামীর সঙ্গে একটি বিপণীর প্রচার অনুষ্ঠানে দেখা যায় সমীরাকে। বেবিবাম্প-সহ ,সমীরার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে।
নিজের দ্বিতীয় গর্ভাবস্থা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বলিউড নায়িকা সমীরা রেড্ডি। গত দুই মাস যাবত, লাগাতার তার বেবিবাম্পের ছবি লাগাতার স্যোশাল মিডিয়ায় পোস্ট করছেন সমীরা
নিজের ইনস্টাগ্রামে ‘বেবিবাম্প’ সহ নিজের ছবি পোস্ট করেছেন সমীরা সঙ্গে সম্প্রতি ছবি পোস্ট করে তাঁকে নিয়ে হওয়া ট্রোলেরও কড়া জবাব দেন তিনি
একটি পুত্র সন্তান রয়েছে তাঁর। সমীরা তাই চান, দ্বিতীয় সন্তান মেয়ে হোক
২০১৫ সালে জন্ম হয় অক্ষয়-সমীরা পুত্র হানস্ এর
বিভিন্ন অনুষ্ঠান থেকে ডিনার, কোথাও যেতে নিজের ‘বেবিবাম্প’ লুকোচ্ছেন না সমীরা
২০১৪ সালে ব্যাবসায়ী অক্ষয় বান্দ্রের সঙ্গে বিয়ে হয় সমীরা রেড্ডির।