অভিনয়ে আপত্তি! বাড়ি থেকে বার করে দিয়েছিলেন বাবা! জেনে নিন এই তারকার সম্পর্কে আরও অজানা তথ্য
৩৩ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনয় জগৎ থেকে রাজনীতি, সর্বদাই লাইমলাইটে থেকে এসেছেন কঙ্গনা। কখনও তাঁর অভিনয় আবার কখনও তাঁর বক্তব্য হয়ে উঠেছে আলোচনার বিষয়। জেনে নিন তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
বলিউড তারকা কঙ্গনা রানাউতের আসল নাম 'কঙ্গনা অমরদীপ রানাউত'। কেউ কেউ তাঁকে 'আরশাদ' নামেও ডাকেন।
কঙ্গনার জন্ম ১৯৮৭ সালের ২৩ শে মার্চ হিমাচল প্রদেশের ভিমবলা মান্দি জেলায়।
অভিনয়ের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা
গ্যাংস্টার এর পরিচালক মহেশ ভট মনে করেছিলেন ছবির চরিত্রটিতে অভিনয় করার জন্য কঙ্গনার খুবই অল্প বয়স।
কঙ্গনার অভিনয় কেরিয়ারের প্রথম ছবি ছিল গ্যাংস্টার। এই ছবিটি করার জন্য কঙ্গনা পহলাজ নিহালানির আই লাভ ইউ বস ছবিটি করতে অস্বীকার করেছিলেন।
মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং কে পেশা হিসাবে বেছে নেন কঙ্গনা। ওই বয়সেই শুরু করেন মডেলিং।
মেয়ে অভিনেত্রী হবেন, অমত ছিল বাবার। কঙ্গনার পরিবার তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বছরের পর বছর কঙ্গনা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেননি।
অভিনেতা আদিত্য পাঞ্চালির সঙ্গে বিবাদের কারণে ২০০৭ সালে কঙ্গনা তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিলেন।
কঙ্গনার ছোট বোনের নাম রঙ্গোলি। ২০০৫ সালে রঙ্গোলির ওপর অ্যাসিড হামলা হয়েছিল।