রাজস্থানে তাপমাত্রা ছাড়ালো ৫০, দিল্লি থেকে শুরু করে জম্মু, মহারাষ্ট্র, গোটা দেশ পুড়ছে তাপপ্রবাহে
নর্মদার জলে একটু শান্তির খোঁজ (পিটিআই ইমেজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএলাহবাদে নিজের মাথায় জল ঢালছে এক ক্ষুদে (গেটি ইমেজ)
আরামের ঝাঁপ। শ্রীনগরের ছবি (গেটি ইমেজ)
অমৃতসরে স্নান, একটু স্বস্তির খোঁজে। (গেটি ইমেজ)
অবাক জলপান। (পিটিআই ইমেজ)
গরমের দুপুরে একটু জলকেলি। দিল্লির শালিক। (গেটি ইমেজ)
পথচলতি মানুষের গরমে ভরসা ওড়না, ছাতা, রোদকশমা। দিল্লির রাজপথে। (গেটি ইমেজ)
জম্মুও পুড়ছে গরমে। (পিটিআই ইমেজ)
প্রয়াগরাজের ছবি
দিল্লি রাজপথে মুখ ঢেকে পথচারী। চড়া রোদে গরম ৪৪ ডিগ্রি
নয়ডা পুড়ছে ৪৫ ডিগ্রিতে। থাকছে চড়া রোদ
গরম থেকে শিশুকে বাঁচাতে ভরসা তোয়ালে। (গেটি ইমেজ)
৪৫ ডিগ্রির গরমকে আটকাতে। নয়ডার ছবি(গেটি ইমেজ)
উত্তরপ্রদেশের বান্দায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি
তাপমাত্রা বেড়েছে ওড়িশা ও অন্যান্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে। সঙ্গে রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি
গরমের তাপ থেকে বাঁচতে মুখ ঢেকেছে ওড়নায়। দিল্লির কর্নট প্লেসের ছবি
দিল্লির পালিকা বাজারের ছবি
ছোটনাগপুরে তাপমাত্রা ছাড়িয়েছে ৩৯ ডিগ্রি। গরমে নাকাল কলকাতাও
গরমে একটু আরামের চুমুক (গেটি ইমেজ)
দিল্লির তাপপ্রবাহে নাকাল মানুষ
মহারাষ্ট্র জ্বলছে গরমে। নাগপুরে তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি
পানীয় জল বয়ে নিয়ে যাচ্ছেন মহিলারা
জম্মুর থেকে ৪৫ কিলোমিটার দূরের গ্রাম সাম্বায় দেখা দিয়েছে পানীয় জলের অভাব
জলে নেমে পড়েছে গবাদি পশু
গরমের তাপে চাষ জমি ফেটে গেছে আজমীরে
তাপপ্রবাহে পর্যুদস্ত রাজস্থান, ভাতিন্দা থেকে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়
আমেদাবাদে গরম থেকে বাঁচতে বিতরণ করা হচ্ছে দইয়ের ঘোল
দিল্লিতে এবার রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী পালামে তাপমাত্রা উঠেছে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস
অমৃতসরে পথচলতি মানুষকে জল বিতরণ করছে স্বেচ্ছাসেবকেরা
গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গোটা ভারত পুড়ছে গরমে। রাজস্থান, দিল্লি সহ একধিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। দেশে গরমে মৃত ৩০
- - - - - - - - - Advertisement - - - - - - - - -