ছবিতে দেখুন! টিম ইন্ডিয়ার পাক বধ সেলিব্রেট করতে রাস্তায় নেমেছে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2017 08:41 AM (IST)
1
নিয়ন্ত্রণরেখাতেও চলছে আনন্দ। ধ্বনি উঠছে, ভারতমাতা কী জয়!
2
লুধিয়ানার রাস্তায় চলছে ভাঙড়া।
3
জয়ের খুশিতে মেতেছে মুম্বই।
4
ভোপালে মাঝরাতে মিষ্টি মেলেনি। তাতে কী, আইসক্রিম তো রয়েছে!
5
আমদাবাদে শুরু হয়েছে অকাল দীপাবলী।
6
জয়ের আনন্দে বারাণসীতে পথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
7
8
ম্যাচ জিতে বার্মিংহামে হায়াত রিজেন্সি হোটেলে পৌঁছয় টিম ইন্ডিয়া। পথেই তাঁদের স্বাগত জানান আপ্লুত সমর্থককুল।
9
বার্মিংহামে গতকাল পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে টিম কোহলি। গোটা দেশ মেতে উঠেছে জয়ের আনন্দে। রাতে রাস্তায় বেরিয়ে জয় সেলিব্রেট করেছেন মানুষ, বিলি হয়েছে মিষ্টি, বাজি ফেটেছে দেদার।