ভারত না পাকিস্তান: কোন দেশের পরমাণু অস্ত্রভাণ্ডার বেশি সমৃদ্ধ?
উত্তর কোরিয়ার অস্ত্রসংখ্যা ৬-৮টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইজরায়েলের আছে ৮০টি পরমাণু অস্ত্র।
ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে ৯০ থেকে ১১০টি পরমাণু অস্ত্র।
পাকিস্তানের ১০০-১২০টি পরমাণু অস্ত্র।
ইংল্যান্ডের হাতে আছে ২২৫টি পরমাণু অস্ত্র।
চিনের ২৫০টি অস্ত্র।
ফ্রান্সের রয়েছে ৩০০ পরমাণু অস্ত্র।
আমেরিকার পরমাণু অস্ত্রসংখ্যা ৭,৩০০।
রাশিয়ার হাতে আছে ৮,০০০ পরমাণু অস্ত্র। (সিপরি রিপোর্ট অনুসারে)
উরি সন্ত্রাসের জেরে ফের যুযুধান ভারত-পাকিস্তান। অনেকের আশঙ্কা, পরমাণু অস্ত্রধর দুই দেশে যুদ্ধ শুরু হলে তার পরিণাম না ভয়াবহ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫-এর ৬ ও ৯ অগাস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল। সেই একবারই যুদ্ধে ব্যবহৃত হয় পরমাণু বোমা। পরমাণু অস্ত্র বিশ্বের সবথেকে ভয়াবহ অস্ত্র, এর গোটা পৃথিবী ধ্বংসের ক্ষমতা আছে। ২০১৫-র শুরুতে ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, ইজরায়েল, পাকিস্তান ও উত্তর কোরিয়া- মোট ৯টি দেশের হাতে অন্তত ১৫,৮৫০টি পরমাণু অস্ত্র ছিল। এগুলির মধ্যে ৪,৩০০টি দরকারে ব্যবহারের জন্য মোতায়েন করেছে সেনাবাহিনী। অন্তত ১৮০০টি যে কোনও মুহূর্তে ব্যবহৃত হতে পারে। চলুন, দেখে নিই, কোন দেশের হাতে আছে কী পরিমাণে আছে বিশ্বের ভয়ঙ্করতম এই অস্ত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -