শহিদ সন্দীপ সিংহ রাওয়াতকে শেষ বিদায় ভারতীয় সেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2016 09:47 PM (IST)
1
জম্মু কাশ্মীরের কুপওয়ারার তাংধরে পাকিস্তানি ট্রুপের গুলিতে মৃত্যু হয় রাইফেল ম্যান সন্দীপের।।
2
দক্ষ বক্সার হিসেবেও নাম ছিল সন্দীপের।
3
দেহরাদুনে নিজের বাড়িতে নিয়ে আসা হবে সন্দীপের দেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
4
এনকাউন্টারের সময় বুলেট-বিদ্ধ হন সন্দীপ। শ্রীনগরে বেস হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত আর প্রাণে বাঁচানো যায়নি সন্দীপকে।
5
6
শহিদ জওয়ান সন্দীপ সিংহ রাওয়াতকে চোখের জলে শেষ বিদায় জানাল ভারতীয় সেনাবাহিনী।
7
মাত্র ২১ বছর বয়সেই দেশকে নিরাপদে রাখার মতো গুরু ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সন্দীপ।