পূর্ব সিকিমে আটকে পড়া প্রায় ১৫০০ পর্যটককে উদ্ধার ভারতীয় সেনার
এরই মাঝে শুক্রবার সিকিমের নাথুলা পাস থেকে ফেরার পথে প্রবল তুষারপাতে আটকে পড়েন ১৫০০ পর্যটক। তাঁদের উদ্ধার করে সেনাবাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখবর পেয়েই, সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় সেনা। অবিলম্বে শুরু করা হয় উদ্ধারকার্য। প্রথমে জেসিবি ও ডোজার দিয়ে রাস্তাকে বরফমুক্ত করা হয়।
গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে সিকিমেও। বরফে ঢেকেছে ছাঙ্গু লেক। শৈত্যপ্রবাহের জেরে বিপর্যস্ত স্থানীয় বিস্তীর্ণ এলাকার জনজীবন।
সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধায় নাথু লা-ছাঙ্গু লেক থেকে ফেরার সময় জওহরলাল নেহরু সড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়ে পর্যটক বোঝাই প্রায় ৩০০টি গাড়ি।
পর্যটকদের মধ্যে অনেকেই মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তি ছিলেন। ১৭ মাইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে নামিয়ে আনার পর তাঁদের জন্য শুকনো খাবার, গরম পোশাক ও ওষুধের ব্যবস্থা করা হয়।
প্রবল তুষারপাতের জেরে সিকিমের নাথু লা-র কাছে আটকে পড়া প্রায় ১৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -