দেখুন, ক্রিকেটারদের স্ত্রী-রা পালন করলেন করবা চৌথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2016 06:34 PM (IST)
1
ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী অবশ্য করবা চৌথ পালন করেননি। সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণাও করেছেন সাক্ষী
2
বিয়ের পর এটাই প্রথম করবা চৌথ রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদেহর। এই বিশেষ দিনে তাঁর পাশে থাকতে পারেননি রোহিত। তিনি ভারতীয় দলের সঙ্গে এখন দিল্লিতে। তবে রীতিকা ব্রত পালন করে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন
3
সহবাগের স্ত্রীর মতোই হরভজন সিংহের স্ত্রী অভিনেত্রী গীতা বসরাও করবা চৌথ পালন করেছেন। তিনি ট্যুইটারে নিজের ছবি দিয়েছেন
4
আজ ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের জন্মদিন। তার আগের দিনই করবা চৌথ পালন করলেন সহবাগের স্ত্রী আরতি। তিনি ট্যুইট করে স্বামীর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন
5
হাজার হাজার মহিলার মতো ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-রাও তাঁদের স্বামীদের মঙ্গল কামনা করে পালন করলেন করবা চৌথ ব্রত