ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভারতীয় দলের যোগাভ্যাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jul 2016 06:02 PM (IST)
1
শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা ও ঈশান্ত শর্মা।
2
যোগাসনে ব্যস্ত পেস বোলার মহম্মদ শামি।
3
একসঙ্গে যোগাভ্যাসরত টিম ইন্ডিয়া।
4
ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ও অজিঙ্ক রাহানে।
5
যোগাভ্যাসরত চেতেশ্বর পূজারা।
6
ক্যাপ্টেন বিরাট কোহালির সঙ্গে দলের সব খেলোয়াড় ভাগ নেন এই সেশনে।
7
যোগাভ্যাসেও গুরুত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। দলের ফেসবুক পেজের এই ছবি তার প্রমাণ দিচ্ছে।
8
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। কোচ অনিল কুম্বলের কড়া নজরে চলছে প্র্যাকটিস। শুধু নেট প্র্যাকটিসই নয়, কুম্বলে টিমকে ম্যাচ প্র্যাকটিসও করাচ্ছেন। ভারতীয় উপমহাদেশের বাইরে টেস্ট ম্যাচ জিতে দেশে ফেরাই দলের সামনে চ্যালেঞ্জ।