যুদ্ধবিধ্বস্ত ইরাকে উদ্বাস্তুদের অন্ন তুলে দিচ্ছেন এই ব্রিটিশ শিখ
সিংহের ছোটবেলা কেটেছে পঞ্জাবের একটি গ্রামে। ১১ বছর বয়সে ব্রিটেনে পাড়ি দেন তিনি। এই অত্যাচারিত নিপীড়িত মানুষগুলির কথা জানতে পেরে তিনি আর সকলের মতো হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানবিকতা জাতপাতের থেকে অনেক বড়, তা আরও একবার প্রমাণ করে দিলেন এই মানুষটি। নাম রবি সিংহ। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ শিখ প্রাণের মায়া না করে যুদ্ধবিধ্বস্ত ইরাকের মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
প্রতি মাসেই তিনি প্রয়োজনমতো খাদ্য সামগ্রী পৌঁছে দেন তাঁদের কাছে।পাস্তা, তেল, চিনি, নুন, চা, চাল এসব কিছু পৌঁছে দেন তিনি। শুধু তাই নয়, ওয়াশিং পাওডার, সাবান প্রভৃতিও এনে দেন। বাচ্চাদের খেলার জিনিস কিনে দেন। ভূতের গল্প শোনান।
২০১৪ থেকে আইএস-এর নৃশংস হত্যালীলার শিকার এই সম্প্রদায়। যে কজন প্রাণে বেঁচে রয়েছেন, তারাও পালিয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত। ইয়াজিদিদের দুর্দশার কথা জেনে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেন সিংহ।
ইরাকের পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় ইয়াজিদিদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বছর ৪৭-এর রবি সিংহ। ৪০০ উদ্বাস্তু পরিবারের আশার আলো এখন তিনি।
সিংহের জীবনের ওপর তৈরি হয়েছে একটি ডকুমেন্টরি। নাম দ্য সেলফলেস শিখ। তাঁর জন্য অপেক্ষা করে থাকেন রিফিউজি ক্যাম্পের শিশুরা। তাঁদের কাছে তিনি ঈশ্বরের দূত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -